বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
৬:৪৮ অপরাহ্ণ

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। রোববার (১৭ নভেম্বর) অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদনটি কোনো অগ্রগতি পায়নি। একই অবস্থায় রয়েছে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের আবেদন।

গত ৫ নভেম্বর একটি প্রতিবেদনে দাবি করা হয়, হত্যা মামলার আসামি হয়েও বিশেষ সুবিধায় শিরীন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি এবং চোখের আইরিশ নেওয়া হয়েছিল। এ ঘটনায় পাসপোর্ট অধিদপ্তরের কিছু কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ওঠে।

এর আগে, গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ রয়েছে, অনেক মামলার আসামি এমন নেতারাও বিশেষ সুবিধার মাধ্যমে পাসপোর্ট পেয়েছেন।