ধনকুবের মুকেশ আম্বানি ও ওয়াল্ট ডিজনি কো. ভারতের মিডিয়া অ্যাসেট একত্রিত করে দেশটির সবচেয়ে বড় বিনোদন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যার মূল্য ৮৫০ কোটি ডলার। ভায়কম১৮ ও জিও সিনেমা একত্রিত হয়ে স্টার ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এতে অন্তর্ভুক্ত রয়েছে ১০০ টিভি চ্যানেল ও দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, এই উদ্যোগ ভারতীয় বিনোদন শিল্পে নতুন যুগ আনবে এবং দর্শকদের কম খরচে কনটেন্ট দেখার সুযোগ দেবে।
রিলায়েন্স ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই যৌথ উদ্যোগে রিলায়েন্সের সরাসরি ১৬.৩% এবং ভায়কম ১৮-এর মাধ্যমে ৪৬.৮% শেয়ার রয়েছে। বাকি শেয়ার ডিজনির নিয়ন্ত্রণে।