আগামী দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থূলতা বা অতিরিক্ত ওজন মারাত্মক স্বাস্থ্য সমস্যায় পরিণত হবে বলে একটি গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে, ২০৫০ সালের মধ্যে ২৬ কোটি মার্কিনি স্থূলতায় ভুগবেন, যার মধ্যে ৪৩.১ মিলিয়ন শিশু-কিশোর এবং ২১৩ মিলিয়ন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
২০২১ সালের তুলনায় এই সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। গত বছর ৩৬.৫ মিলিয়ন শিশু-কিশোর এবং ১৭২ মিলিয়ন প্রাপ্তবয়স্ক স্থূলতায় ভুগছিলেন। গবেষণার তথ্য বলছে, এই প্রবণতা অব্যাহত থাকলে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, মানসিক সমস্যা এবং শ্বাসকষ্টের মতো জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।
এমনকি, এই স্বাস্থ্য সমস্যার কারণে অর্থনৈতিক ব্যয়ও বেড়ে যাবে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে স্থূলতা সংক্রান্ত চিকিৎসায় ২৬১ থেকে ৪৮২ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। গবেষণায় আরও বলা হয়েছে, স্থূলতা অকাল মৃত্যু এবং শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। গত তিন দশকে শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতার হার দ্বিগুণ হওয়ায় এটি একটি ক্রমবর্ধমান জাতীয় সংকট হয়ে দাঁড়িয়েছে।