বর্তমান যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ সাইবার অপরাধীদের নতুন কৌশলের শিকার হচ্ছে। হ্যাকাররা অভিনব পদ্ধতিতে ভুয়া বিবাহের নিমন্ত্রণপত্র পাঠিয়ে ব্যবহারকারীদের প্রলুব্ধ করছে।
একটি বিলাসবহুল বাগানের ছবি সংযুক্ত নিমন্ত্রণপত্রে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও চুরি হয়ে যাচ্ছে। ভারতের হিমাচল প্রদেশ সাইবার পুলিশ এমন বেশ কিছু অভিযোগ পেয়েছে এবং ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে।
এই ধরনের প্রতারণায় ক্লিক করলেই আপনি হ্যাকারদের কবলে পড়তে পারেন। তাই অজানা লিঙ্কে ক্লিক করার আগে সচেতন থাকুন। প্রতারণার কবলে পড়লে আপনার সঞ্চয় পুরোপুরি শেষ হয়ে যেতে পারে।