চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের প্রকোপ বাড়ছে। গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন, আর কয়েকদিনের মধ্যে বাজারে উঠবে খেজুরের গুড়।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানিয়েছেন, তাপমাত্রা প্রতিদিন ১-২ ডিগ্রি কমতে পারে। এদিকে, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, গত সপ্তাহে শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৪০০-৫০০ শিশু ও বৃদ্ধ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন।
এক শ্রমিক মাজেদুল ইসলাম জানান, ভোরে কাজ করতে গিয়ে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতের তীব্রতা আরও বাড়লে কাজ করা কঠিন হয়ে পড়বে।
শীত মৌসুমে স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া শীতের প্রস্তুতি নিতে স্থানীয় জনগণকে অনুরোধ করা হয়েছে।