বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৪
৯:৫৬ পূর্বাহ্ণ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জমজম কূপের পানি পানের সময় মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় জমজমের পানি পান করার সময় শান্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ডান হাতে পানি পান করা এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জমজমের পানি পানের সময় এটি যেন ছড়িয়ে না পড়ে এবং পানির ট্যাপ ব্যবহার করে অযু না করা হয়। পানি পান শেষে কাপ নির্ধারিত স্থানে রাখার এবং ঠেলাঠেলি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রতিদিনই হাজারো মুসল্লি কাবা এবং মসজিদে নববীতে জমায়েত হন। মুসল্লিদের ভদ্রতা বজায় রেখে ভিড় এড়িয়ে চলারও অনুরোধ করা হয়েছে। জমজমের পানি পানের এই নিয়মগুলো শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।