বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৪
১০:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের ৩,৯৩০ জন প্রার্থীর পূর্বের মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থীর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে।

নতুন কমিশনের সভায় সিদ্ধান্ত হয়, সমতা নিশ্চিত করতে সব প্রার্থীর পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশেরও ঘোষণা দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য বৈষম্য দূর করা যায়।

পিএসসি জানায়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হবে। রেলওয়ের নন-ক্যাডার পদের লিখিত পরীক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই নতুন পরীক্ষার তারিখ জানানো হবে।