শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

প্রবাসী বাংলা Test Post

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৪
৬:২৭ অপরাহ্ণ

ব্রিটিশ ও মাওরি জনগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত ১৮৪ বছর পুরোনো চুক্তির নতুন ব্যাখ্যার জন্য সম্প্রতি ‘ট্রিটি প্রিন্সিপলস বিল’ উত্থাপন করেছেন দেশটির আইনপ্রণেতারা। বর্তমান ডানপন্থি সরকারের জোটসঙ্গী লিবারটেরিয়ান অ্যাক্ট নিউ জিল্যান্ড পার্টি ওই চুক্তির একটি সংকীর্ণ ব্যাখ্যা প্রচার করছে। তাদের মতে, মাওরি জনগোষ্ঠী বাদে অন্যান্য নাগরিকদের প্রতি ওই চুক্তি বৈষম্যমূলক।