বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পুলিশ প্রধানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগের শুনানি শুরু

Fresh News রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৪
১২:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেছেন, জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

আজ (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি শুরু করে। প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় মামলার আসামি সাবেক পুলিশ প্রধানসহ আরও সাতজন কর্মকর্তাকে।

এই ৮ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার শুনানি চলছে। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেয়। অভিযুক্তদের মধ্যে আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এই মামলার পরবর্তী শুনানিতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ ও দালিলিক তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর।