নিজস্ব প্রতিবেদক :
জালিয়াতি তথ্য দিয়ে আইন কর্মকর্তার তালিকা তৈরি এবং ফ্যাসিস্ট আওয়ামীপন্থী আইনজীবীদের সরকারী আইন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী সচেতন আইনজীবী সমাজ এ মানববন্ধন কর্মসূচি করে।
মানববক্তনে বক্তব্য রাখেন- অ্যাড. আব্দুল হাকিম, অ্যাড. মঞ্জুরুল ইসলাম, অ্যাড. শহিদুল ইসলাম শহিদ, অ্যাড. আনিসুর রহমান ও কামরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ২০২১ সালে যারা আইনজীবী সনদ পেয়েছেন তারা জালিয়াতি করে ২০১৮ দেখিয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়েছেন।
এছাড়াও আওয়ামীপন্থী বেশ কয়েকজনকে আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ সময় বক্তারা অবিলম্বে জালিয়াতকারী ও আওয়ামীপন্থীদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান