টি-টেন লিগ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবারের আসরে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার একটি ওভার নতুন করে সমালোচনার ঝড় তুলেছে। দিল্লি বুলসের বিপক্ষে ম্যাচে শানাকা ৩ বলেই ৩০ রান দিয়ে ব্যাপক বিতর্ক উস্কে দিয়েছেন।
সোমবার বাংলা টাইগার্স ও দিল্লি বুলসের ম্যাচে শানাকা নবম ওভারে বল হাতে নেন। তার ওভারের প্রথম বৈধ বল বাউন্ডারি হয়। এরপর টানা দুটি নো বল করেন, যা থেকে আসে দুটি চার। পরবর্তী বৈধ বলেও চার মারেন ব্যাটসম্যান। এরপর ছক্কা এবং আরও দুটি নো বলের একটি থেকে আসে চার। সব মিলিয়ে ৩ বলেই ৩০ রান দেন শানাকা, পুরো ওভারে রান দেন ৩৩।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শানাকার ওভার নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন অনেকে। এক সমর্থক টুর্নামেন্টকে ‘ফিক্সিংয়ের মঞ্চ’ বলে ব্যঙ্গ করে আইসিসির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।
এদিকে, ম্যাচে জয় পেয়েছে বাংলা টাইগার্স। ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবদের দল ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। বল হাতে বিতর্কিত পারফরম্যান্সের পর ব্যাট হাতে ১৪ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন দাসুন শানাকা।
টি-টেন লিগে এমন ঘটনাগুলো টুর্নামেন্টের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, যা আইসিসির মতো সংস্থাগুলোর জন্য গভীরভাবে পর্যবেক্ষণের বিষয়।