বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১, ২০২৪
৪:০৩ অপরাহ্ণ

মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় ইএস ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ১৯তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে বাংলাদেশ। ২৮ থেকে ৩০ নভেম্বর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে জনপ্রিয় খাদ্য ও ভোগ্যপণ্য ব্র্যান্ড ‘প্রাণ’। স্টলে তারা গৃহস্থালি সামগ্রী, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন ভোক্তা পণ্যের প্রদর্শনী করে। প্রতিদিন বিভিন্ন দেশের ব্যবসায়ী এবং পরিবেশকরা এই স্টল পরিদর্শন করেন এবং পণ্যগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

মেলার শেষ দিনে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ স্টল পরিদর্শন করেন। তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং আগত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে হাইকমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ প্রদর্শনীতে ফ্যাশন, অ্যাপারেল, চামড়াজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী এবং খাদ্য ও পানীয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি দেশের ৩০০টি স্টল অংশ নেয়। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায়, হাইকমিশন এ ধরনের আন্তর্জাতিক মেলায় নিয়মিত অংশগ্রহণ করছে।

প্রাণের মালয়েশীয় প্রধান বিপণন কর্মকর্তা টাইলার তাসিন জানান, মেলায় উল্লেখযোগ্য দর্শনার্থী স্টল পরিদর্শন করেছেন এবং বাংলাদেশি পণ্যগুলোতে আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। মালয়েশিয়া বাংলাদেশে ৯ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। ২০২৩ সালে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশের পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করছে।