শনিবার
২রা আগস্ট, ২০২৫
১৮ই শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিলেটে মুসলিম সাহিত্য সংসদের বইমেলার উদ্বোধন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
২:০৬ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

সিলেটে উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে ১৬ দিনব্যাপী অষ্টাদশ কেমুসাস বইমেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের দরগাহ গেইটের কেমুসাস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন কবি জাকির আবু জাফর। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সা’দাত খানকে নিবেদিত করে এ বইমেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি জাকির আবু জাফর বলেন, ‘বই অসংখ্য শতাব্দীকে ধারণ করে। লেখকরা বইয়ের মাধ্যমে অন্তর্দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করা ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতিকে তুলে ধরেন। এই বই মহাকাল এবং মনুষ্যত্বের মধ্যে যোগসূত্র ঘটায়। তাই একজন লেখককে তার লেখার চেয়ে উন্নত মানুষ হতে হবে।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও বইমেলা উপ-কমিটির সদস্যসচিব কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন কবি কালাম আজাদ এবং বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি এবং স্বাগত বক্তব্য দেন মাসিক আল ইসলাহ সম্পাদক ও বইমেলা উপ-কমিটির আহ্বায়ক আহমদ মাহবুব ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, কার্যকরী পরিষদ সদস্য জাহেদুর রহমান চৌধুরী, সাবেক সদস্য শফিকুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, আল ইসলাহর সাবেক সম্পাদক কবি নাজমুল আনসারী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বইমেলায় ঢাকা এবং সিলেটের ২৩টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।