বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিবিহীন পুলিশ চায় ৮৯.৫% মানুষ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৪
১০:৫৯ পূর্বাহ্ণ

পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান এবং ভুয়া ও গায়েবি মামলার নিষ্পত্তি চায় ৯৫ শতাংশ মানুষ, এমন তথ্য উঠে এসেছে একটি সর্বশেষ জরিপে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের মাধ্যমে প্রকাশিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফলাফল অনুযায়ী, ৮৯.৫ শতাংশ উত্তরদাতা পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চান। দ্বিতীয়ত, ৭৭.৯ শতাংশ মানুষ পুলিশে দুর্নীতির অবসান এবং ৭৪.৯ শতাংশ অপরাধী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন, যারা গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত।

এ জরিপে অংশগ্রহণ করেছেন ২৪ হাজার ৪৪২ জন, যার মধ্যে ৮৬.৬ শতাংশ ছিলেন ১৮ থেকে ৪৪ বছর বয়সী। উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬.৪%, ছাত্র ২৭.২% এবং ব্যবসায়ী ৭.৬%। সবচেয়ে বেশি উত্তরদাতা ঢাকা জেলা থেকে, পরবর্তী অবস্থানে রয়েছেন চট্টগ্রাম এবং কুমিল্লা জেলার বাসিন্দারা।