বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা জব্দ, পাঁচ যাত্রী আটক

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৪
১১:৫৩ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় লুকানো ৭ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানো পাঁচ যাত্রীর কাছ থেকে এই সোনাগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতর লুকানো সোনাগুলো চিহ্নিত করে।

সোমবার ভোররাতে স্ক্যানিংয়ে প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে ৫টি সোনার চাকতি, ২টি সোনার টুকরা এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার মোট ওজন প্রায় ৭ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া জানান, অভিনব কায়দায় সোনা পাচারের এই প্রচেষ্টা কাস্টমস কর্মকর্তাদের সতর্কতার কারণে ব্যর্থ হয়েছে। আসামিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সোনার উৎস সম্পর্কে তদন্ত চলছে। বিমানবন্দর থানায় এই বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।