ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাতে জয় ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্টিগায় প্রথম ম্যাচে হারলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণি বোলিংয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ১০১ রানের বড় জয় এনে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে লাল-সবুজের দল।
ক্যারিবিয়ান মাটিতে সাদা পোশাকে দীর্ঘ অপেক্ষার অবসান
কিংস্টনের স্যাবাইনা পার্কে এই জয়ে বাংলাদেশ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্টে জয় তুলে নিয়েছে। সবশেষ ২০০৯ সালে ক্যারিবিয়ান দ্বীপে জয় পেয়েছিল দলটি। সেই সিরিজ দিয়েই অধিনায়কত্বের যাত্রা শুরু করেছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় পর আবার তার নেতৃত্বেই এসেছে এই সাফল্য।
তাইজুলের ঘূর্ণি এবং দলের উত্থান
ওয়েস্ট ইন্ডিজের জন্য টেস্ট জয়ের লক্ষ্য ছিল ২৮৭ রান, যা স্যাবাইনা পার্কের ইতিহাসে রেকর্ড তাড়া করতে হতো। তবে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের ৫ উইকেট শিকারে ১৮৫ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। তার সঙ্গে দুর্দান্ত পারফর্ম করেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ, যাঁরা নেন ২টি করে উইকেট।
প্রথম ইনিংসের সাফল্য এবং জাকেরের লড়াই
বাংলাদেশ প্রথম ইনিংসে করে মাত্র ১৬৪ রান। তবে নাহিদ রানার পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৪৬ রানে, যা দেশের বাইরে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনেই ২৬৮ রানে অলআউট হয় টাইগাররা। জাকের আলি দারুণ ইনিংস খেলে ৯১ রান করেন। তার ব্যাটেই বাংলাদেশ প্রতিপক্ষকে ২৮৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
শেষ দিনে নাটকীয়তার মুহূর্ত
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও মাঝপথে পথ হারায়। ওপেনার কেভাম হজ (৫৫) ও অধিনায়ক ক্রেইগ ব্রাফেট (৪৩) রান করে আউট হলে ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। বোলারদের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ বড় জয় তুলে নেয়।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও জয় দিয়ে শেষ করেছে। ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটানো এই সাফল্য সাকিবের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতির আরেকটি প্রমাণ।