ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উর্ভিল প্যাটেল রীতিমতো ঝড় তুলেছেন। টানা দুই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি ভেঙেছেন রিষাভ পান্তের রেকর্ড। তবুও আইপিএলে দল না পাওয়া এই ব্যাটার এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু।
রিষাভ পান্তের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস
ত্রিপুরার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল, যা এই টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। এতদিন এই রেকর্ডটি ছিল পান্তের, যার সেঞ্চুরি করতে লেগেছিল ৩২ বল। দ্বিতীয় ম্যাচেও তিনি ৩৬ বলে সেঞ্চুরি করে নিজের ধারাবাহিক ফর্ম প্রমাণ করেন।
আইপিএল মেগা নিলামে উপেক্ষিত উর্ভিল
২০২৫ সালের আইপিএল নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে তার নাম থাকলেও কোনো দল তাকে দলে ভেড়ায়নি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই মেগা নিলামে ১২০০ কোটি রুপির বাজেট থাকা সত্ত্বেও তিনি উপেক্ষিত ছিলেন। তার টানা সেঞ্চুরিকে অনেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ভুলের জবাব হিসেবে দেখছেন।
উত্তরাখণ্ডের বিপক্ষে ম্যাচে অনবদ্য ইনিংস
উত্তরাখণ্ডের ১৮২ রানের জবাবে উর্ভিলের ব্যাটে ভর করে ১৩.১ ওভারে জয় নিশ্চিত করে গুজরাট। তিনি অপরাজিত ছিলেন ৪১ বলে ১১৫ রান করে। এই ইনিংসে তিনি মারেন ১১টি ছক্কা এবং ৮টি চার। তার এই বিধ্বংসী পারফরম্যান্সে জয় তুলে নিতে কষ্ট হয়নি গুজরাটের।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়
ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করে উর্ভিল বিশ্ব ক্রিকেটেও দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন। এই তালিকার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান, যিনি ২৬ বলে সেঞ্চুরি করেছিলেন।
আইপিএলে দল না পাওয়া উর্ভিল প্যাটেলের এমন দারুণ পারফরম্যান্স তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে সুযোগ এনে দেবে বলে ক্রিকেটবিশ্লেষকরা মনে করছেন।