সোহান সেখ:
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে করোনা যোদ্ধা সাংবাদিক আরটিভি এর স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সুকান্ত সেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ৬টায় প্রেসক্লাবের হলরুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশন জেলা প্রতিনিধি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।