শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গ্রেপ্তার অভিযান জোরদার করা হচ্ছে: আসিফ মাহমুদ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৫, ২০২৪
৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গ্রেপ্তার অভিযান জোরদার করার বিষয়ে আমরা গত কয়েকদিনে বেশকিছু তৎপরতা লক্ষ্য করেছি। গ্রেপ্তার অভিযান আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলাফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলার কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি৷

আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে কতগুলো অনুষ্ঠান আছে সেগুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা হয়েছে।

গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদের গ্রেপ্তার করা হবে।’