বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

নিপাহ ভাইরাসে দেশে পাঁচজনের মৃত্যু: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২০, ২০২৪
১০:২৯ পূর্বাহ্ণ

চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। আইইডিসিআর জানায়, এই ভাইরাসে মৃত্যুহার প্রায় ৭১ শতাংশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর এক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, নিপাহ ভাইরাসের প্রথম শনাক্ত মালয়েশিয়ায় হয়েছিল, যা শূকরের মাধ্যমে ছড়িয়েছিল। বাংলাদেশে প্রথমবার ২০০১ সালে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। খেঁজুরের কাঁচা রস, পাখির খেয়ে রাখা ফল এবং মানুষ থেকে মানুষে সংক্রমণের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়।

চলতি বছরে মানিকগঞ্জ, খুলনা, নওগাঁ এবং শরীয়তপুরে পাঁচজনের মৃত্যু হয়। তাহমিনা শিরীন আরও জানান, গত বছর একটি মা ও শিশুর সংক্রমণের ঘটনা থেকে জানা যায়, নিপাহ ভাইরাস মায়ের বুকের দুধের মাধ্যমেও ছড়াতে পারে।

দেশজুড়ে সংক্রমণের ঝুঁকি:
২০২৩ সালে নিপাহ ভাইরাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়। ৩৪টি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা দেশের মোট জেলার অর্ধেক। এএসএম আলমগীর জানান, পুরো দেশ নিপাহ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কতা:
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসলে পরিবারের সদস্য ও চিকিৎসকরাও সংক্রমিত হতে পারেন। এ সংক্রমণের হার প্রায় ২৮ শতাংশ। তাই রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় কঠোর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হয়েছে।

তাহমিনা শিরীন আরও বলেন, “শীতকালে কাঁচা খেঁজুরের রস খাওয়ার প্রবণতা এ ভাইরাসের সংক্রমণের মূল কারণ। খেঁজুর গাছে বাদুড়ের মুখের লালা ও প্রস্রাব মিশে যায়, যা কাঁচা রসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তাই কাঁচা রস খাওয়া একেবারেই পরিত্যাগ করতে হবে।”