বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিএনপিকে ক্ষমতায় আনবে জনগণ: আব্দুস সালাম

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪
৪:১৩ অপরাহ্ণ
নাজমুল হাসানঃ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশের জনগণ এখন বিএনপিকেই তাদের আস্থা ও ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে। কোনো ষড়যন্ত্র করে এ গণজোয়ার ঠেকানো সম্ভব নয়।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারা আসলে এই চেতনায় কখনোই বিশ্বাস করে না। তারা দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করেছে। তবে এবার দেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে চিরতরে বিদায় জানাবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা ষড়যন্ত্র করছে। এমনকি বিদেশি শক্তিগুলোও বিএনপির ক্ষমতায় আসার পথে বাধা সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের সাধারণ মানুষ বিএনপির পক্ষে রয়েছে এবং তাদের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ।”
শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার কোনো বৈধ পাসপোর্ট নেই। তিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন। তাকে গ্রেফতার করে আইন অনুযায়ী বিচার করা উচিত।”
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম এবং ওবায়দুর রহমান চন্দন।