দেশে বর্তমানে ২০ বিলিয়ন ডলারেরও বেশি রিজার্ভ রয়েছে, এবং গত পাঁচ মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। পাশাপাশি, আগস্ট মাসের পর থেকে বাংলাদেশ ব্যাংক আর কোনো ডলার বিক্রি করেনি, ফলে রিজার্ভ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান গভর্নর।
তিনি বলেন, “প্রথম দিকে আশঙ্কা ছিল ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। দেশের ব্যাংক খাতের ধস নিয়ে চিন্তার জায়গা থাকলেও পরিস্থিতি বদলাচ্ছে। ব্যাংকগুলো এখন আর পড়বে না। রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠন করতে হলে ব্যাংক খাতকে শক্তিশালী করতেই হবে।”
গভর্নর আরও বলেন, “আমাদের অর্থনীতিতে বেশকিছু সংকট ছিল। বৈশ্বিক বাণিজ্যে ঘাটতি এবং রিজার্ভের পতন বড় চ্যালেঞ্জ ছিল। তবে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। রেমিট্যান্সের প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। গত পাঁচ মাসে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করেছে।”
তিনি উল্লেখ করেন, রিজার্ভ কমার সম্ভাবনা এখন নেই, বরং এটি ক্রমাগত বাড়বে। অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন দেশের সামগ্রিক অগ্রগতিতে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন গভর্নর।