সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫
১৩ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ স্থগিত, ষড়যন্ত্রের অভিযোগ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০২৪
১১:১৮ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারের বাধার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা এ দেশের মানুষের উদ্দেশ্যে বলব, এই প্রক্লেমেশন যেন আমরা করতে না পারি, সে জন্য ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকার পেরেক মেরেছে।”

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, সকলের পক্ষ থেকে তারাই ঘোষণাপত্র দেবে। তবে জনগণের সমর্থনে আগামীকাল প্রক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান জানান মাসউদ।