বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে স্মার্ট বৈদ্যুতিক মোটরসাইকেল

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫
৭:৪৫ অপরাহ্ণ

 

রয়্যাল এনফিল্ড একটি নতুন স্মার্ট বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে নিয়ে আসছে, যা স্মার্টফোনের মতো রিয়েল টাইম কানেক্টিভিটি সেবা প্রদান করবে। মোটরসাইকেলে ব্যবহার করা হবে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর, যা স্ন্যাপড্রাগন কার টু ক্লাউড প্ল্যাটফর্মের ভিত্তিতে কানেক্টিভিটি ফিচার্স সরবরাহ করবে। এটি ফোর জি, ব্লুটুথ, ও ওয়াইফাই কানেক্টিভিটি সেবা সরবরাহ করবে, যার মাধ্যমে মোটরসাইকেল চালু এবং বন্ধ করা যাবে মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়াও, থাকবে একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার ও পাঁচটি প্রি-সেট রাইডিং মোড।

এই মোটরসাইকেলের ডিজাইন এবং হার্ডওয়্যার অংশগুলো তৈরি করবে রয়্যাল এনফিল্ড, তবে ফিচার্স ডিজাইন করবে কোয়ালকমের একটি আলাদা টেকনিক্যাল টিম। ২০২৬ সালে ভারতে এবং ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও ব্রাজিলে এই স্মার্ট মোটরসাইকেলটি লঞ্চ হতে পারে।