বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কিরণ রাও তাদের বিচ্ছেদকে দড়ির গিঁট ছাড়ানোর সঙ্গে তুলনা করলেন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৫, ২০২৫
৪:০৩ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি আমির খান ও কিরণ রাও। সংসার ভাঙার পর তাদের নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এখনো চলমান রয়েছে। বিবাহ বিচ্ছেদ নিয়ে একাধিকবার কথাও বলেছেন কিরণ রাও। কয়েক দিন আগে এক ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে কিরণ রাও দাবি করেন এটি তাদের সুখের বিবাহ বিচ্ছেদ। বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রেখেছেন তারা দুইজন।

আমাদের বিবাহ বিচ্ছেদ খুবই মসৃণভাবে ঘটেছিল। কারণ বিবাহ বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম। ডিভোর্সের ব্যাপারটি নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি।

আমরা যখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেই তখন তা খুবই সচেতনভাবে নিয়েছিলাম। আমরা কখনো মারামারি করিনি। কিন্তু আমাদের মধ্যে তর্ক হতো। পুনরায় সেটা ১২ ঘণ্টার মধ্যে মিটেও যেত। এ ধরনের মতবিরোধ বাবা-মায়ের সঙ্গেও হতে পারে।

কিরণ বলেন আমাদের সম্পর্কে বাঁচিয়ে রাখার মতো অনেক কিছু ছিল। আমরা আমাদের সন্তানকে ছুড়ে ফেলে দিতে চাইনি। আমরা এমনভাবে এগিয়েছি যাতে একটা দড়ি টুকরো না হয়ে যায়। বরং একটা দড়ি থেকে গিঁট ছাড়ানোর চেষ্টা করেছি। আমরা সময় নিয়ে সেই গিঁট ছাড়িয়েছি।

আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের সম্পর্ক প্রেম-শ্রদ্ধার মোড়কে আবদ্ধ। কিরণ রাও বলেন আমির আমার বন্ধু। কেবল তাই নয় নানাভাবে সে আমার শিক্ষক ও সাপোর্ট সিস্টেম। কিন্তু এমন কিছু দিন এসেছে যখন সে আমার প্রতি রাগ করেছে। আমির খান ও কিরণ রাও তাদের ডিভোর্সকে সুখের বিবাহবিচ্ছেদ বলে অভিহিত করেন।

এই তথ্য উল্লেখ করে আমিরের মা-সন্তানদের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করেন কিরণ রাও। তার ভাষায় (আমিরের মা) এখনো আমার শাশুড়ির মতো। জুনায়েদ ইরা আমার প্রিয় বন্ধু।

আমিরের সাথে কিরণের (লগান) সিনেমার সেটে পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। তারও আগে ভালোবেসে পাশের বাড়ির মেয়ে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। কিন্তু আমিরের  সেই সংসারও টেকেনি।