রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে এক চক্ষু বিশেষজ্ঞের ভুলে দেড় বছর বয়সী শিশুর ডান চোখে অপারেশন করা হয়, যেখানে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল বাম চোখে। পরে দুঃখ প্রকাশ করে চিকিৎসক বাম চোখেও পুনরায় অস্ত্রোপচার করেন। এ ঘটনায় শিশুর পরিবার বিচারের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেড় বছর বয়সী ইর্তিজা আরিজ হাসানের বাম চোখে ময়লার অস্তিত্ব শনাক্ত করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অস্ত্রোপচার থিয়েটারে চিকিৎসক ডা. শাহেদারা বেগম ভুলবশত ডান চোখে অপারেশন সম্পন্ন করেন। অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর শিশুর বাবা-মা বিষয়টি লক্ষ্য করেন এবং তীব্র আপত্তি জানান।
শিশুর চাচা মাহফুজ নাফি জানান, বাম চোখের সমস্যা সুনির্দিষ্ট করার পরও কেন ডান চোখে অপারেশন করা হলো, তা তারা বুঝতে পারছেন না। শিশুর বাবা-মা বিষয়টিকে চিকিৎসায় গুরুতর গাফিলতি হিসেবে দেখছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগম প্রথমে নিজের ভুল অস্বীকার করলেও পরে দায়িত্ব স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, অপারেশন থিয়েটারের কর্মীদের ভুল পজিশনিং এবং তার ক্লান্তির কারণে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানান, শিশুটির দুটি চোখ থেকেই ময়লা অপসারণ করা হয়েছে এবং এতে শিশুর কোনো ক্ষতি হয়নি।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম ঘটনাটিকে “ছোট ভুল বোঝাবুঝি” হিসেবে অভিহিত করেন এবং বলেন, অপারেশনটি কোনো জটিল ছিল না। তবে তিনি স্বীকার করেন যে চিকিৎসকের উচিত ছিল ডান চোখে সমস্যা শনাক্ত করার পর পরিবারের অনুমতি নেওয়া। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
শিশুর বাবা-মা মনে করছেন, এ ঘটনা বড় কোনো জটিল অপারেশনে ঘটলে তা মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারত। তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না ঘটে।