বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
১০:০৯ পূর্বাহ্ণ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. মো. আবুল কেনানকে আহ্বায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকীকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি এবং ডা. জামাল উদ্দিন আহমদ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহির উল ইসলাম।

এদিকে, আসন্ন ৩৮তম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স উপলক্ষ্যে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. মো. মিজানুর রহমান।

সভায় দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।