দেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ নামক এক ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে আক্রান্ত সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
আইইডিসিআর সূত্রে জানা যায়, রিওভাইরাসের ৯টি ধরণ রয়েছে, এর মধ্যে ৪টি মানবদেহে পাওয়া যায় এবং বাকি ধরণগুলো এখনও মানবদেহে শনাক্ত হয়নি। ‘ব্যাট-রিওভাইরাস’ এই ৯টি ধরণের একটি, যা বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া গেছে। সাধারণত এই ভাইরাস বাদুড়ে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণার অংশ হিসেবে এই ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
আইইডিসিআরের কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটির উপস্থিতি শোনা গেলেও এটি এখন পর্যন্ত বড় কোনো সমস্যা সৃষ্টি করেনি। আক্রান্তদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হননি এবং সকলেই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এ ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) দেখা দিতে পারে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে।