বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র সম্প্রসারণে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ শীর্ষক এই হাসপাতাল নির্মাণের মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১১ জানুয়ারি) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার রোগতত্ত্ববিদ ও প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
ডা. রাসকিন জানান, প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে এ দিবস উদ্যাপিত হয়ে আসছে এবং এই কর্মসূচি এখন বিস্তৃত হয়েছে। তিনি বলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের লক্ষ্য গণমানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারি এবং ব্রাকিথেরাপি সেবা চলছে।
শিগগিরই মিরপুর ও সাভারে নতুন ইউনিট চালু এবং সারা দেশে ৩০টি গণস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে টেলিমেডিসিনভিত্তিক স্যাটেলাইট ক্যান্সার সেবা চালুর পরিকল্পনা রয়েছে, এবং এর মাধ্যমে সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণাকেন্দ্র হিসেবে এটি গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞরা আলোচনা করেন, এবং শেষে ঢাকা থেকে গাজীপুর অভিমুখে প্রতীকী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।