বলিউড অভিনেত্রী মান্দানা করিমি শোবিজ জগৎ ছেড়ে নতুন পথ বেছে নিয়েছেন। ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ ছবির মাধ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছিলেন, অভিনয় তার কাছে কখনোই পছন্দের কাজ ছিল না। ৩৬ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, “অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি। তবে, আমি সেখানে যে সময় কাটিয়েছি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত বা পাগল ছিলাম।”
বর্তমানে তিনি ইন্টেরিয়ার ডিজাইনিং এবং শিক্ষকতার পেশায় মন দিয়েছেন। মান্দানা বলেন, “এখনও আমার কাস্টিং ডিরেক্টর বন্ধুরা আমাকে অডিশনের জন্য ডাকে, কিন্তু আমি তাদের জানাই যে আমার এত সময় নেই। আমার বর্তমানে অনেক প্রকল্প, ইভেন্ট এবং স্কুল রয়েছে, যার ওপর আমি ফোকাস করছি।”
মান্দানা করিমি কঙ্গনা রানাউতের শো ‘লক আপ’ এ জানান, স্বামী গৌরব গুপ্তার সঙ্গে বিচ্ছেদের পর তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এই সময়েই তিনি এক বলিউড পরিচালকের সঙ্গে সম্পর্ক শুরু করেন। পরে, সেই পরিচালকের সঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, কিন্তু পরিচালক সন্তানকে মেনে নিতে রাজি ছিলেন না। “ওই পরিচালক আমাকে বলেছিলেন, ‘বাবা হওয়ার জন্য আমি প্রস্তুত নই।’ তখন আমার আর কোনো উপায় ছিল না,” বলেন মান্দানা।