বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিতর্কে উর্বশী রাউতেলা: ফাঁস হওয়া ভিডিও নিয়ে আলোচনার ঝড়

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫
১০:৫০ পূর্বাহ্ণ

 

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি আবারো আলোচনার কেন্দ্রে এসেছেন। যদিও বলিউডে তার উপস্থিতি তুলনামূলক কম, তেলেগু সিনেমায় ৬৪ বছরের নায়কের সঙ্গে তার একটি নাচ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দিয়েছিল। এর মধ্যেই নতুন এক বিতর্কে জড়ালেন তিনি।

কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল উর্বশীর একটি ভিডিও, যেখানে তাকে বাথরুমে পোশাক পরিবর্তন করতে দেখা যায়। এ ভিডিও নিয়ে অভিনেত্রী দাবি করেছেন, এটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছিল।

উর্বশী জানান, ভিডিওটি আসলে তার অভিনীত ‘ঘুসপেঠিয়ে’ নামের একটি ছবির দৃশ্য। তিনি বলেন, “ছবির নির্মাতাদের আর্থিক সংকটের কারণে তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিল। পরে তারা আমার অনুমতি নিয়ে ভিডিওটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। যদিও এতে আমার বিশেষ কিছু করার ছিল না, নির্মাতারা এটি আগেভাগে লিক করার পরিকল্পনা করেছিল।”

‘ঘুসপেঠিয়ে’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। এতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। ক্রাইম ড্রামা ঘরানার এই ছবিটি প্রচারের নানা কৌশল থাকা সত্ত্বেও বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।

উর্বশীর এ বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার ভিডিও ফাঁসের এই ইস্যুকে নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন। এদিকে, বলিউডে উর্বশীর ভবিষ্যৎ কার্যক্রম ঘিরেও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।