শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শীতের সকালের রৌদ্রচুম্বনে বিদ্যা সিনহা মিম

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৩, ২০২৫
২:২৯ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি তাকে সবসময় আলোচনায় রাখে। শীতের মাঘ মাসে সকালের সূর্যের উষ্ণতা উপভোগ করতে ছাদে উঠে তার কিছু মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে মিমকে দেখা যায় একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস এবং ওপেন ব্রাউন সোয়েটারে। লাল জবা ফুল কানে গুঁজে, ঠোঁটে লাল লিপস্টিক এবং ক্যামেরার সামনে বিভিন্ন পোজে হাজির হন তিনি। তার মসৃণ ত্বক ও হালকা সাজে সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে শীতের মিষ্টি রোদে। ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্তুতি।’

মিমের এই পোস্টে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেন। অনেকেই তার রূপ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। শীতের সকালের এমন প্রাকৃতিক মুহূর্তে তাকে দেখে অনেকে চমকেও যান।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নজর কাড়েন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মিমের জনপ্রিয়তা শুধু সিনেমাতেই নয়, সামাজিক মাধ্যমেও তার অনুরাগীদের সংখ্যা লাখো।