আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সংস্থাটি।
নির্বাচন কমিশনের জনবল শাখার উপসচিব ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব খোরশেদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য নির্ধারিত ৩১ জানুয়ারির লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে জানা যাবে।