শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কিম জং উনের সঙ্গে ফের যোগাযোগে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৪, ২০২৫
৭:১৪ অপরাহ্ণ

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে আবারও যোগাযোগ করার ইচ্ছে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমকে ‘স্মার্ট ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হ্যাঁ, অবশ্যই আছে। তিনি একজন স্মার্ট ব্যক্তি এবং তিনি আমাকে পছন্দ করেন।”

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং কিম জং উনের দৃঢ় অবস্থানের কারণে এ বৈরিতা সৃষ্টি হয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উত্তর কোরিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করলেও পিয়ংইয়ং তার পারমাণবিক প্রকল্প চালিয়ে যাচ্ছে।

উত্তর কোরিয়া নিয়মিতই দক্ষিণ কোরিয়া ও জাপানকে চাপে রাখতে কোরিয়া প্রণালী ও জাপান সাগরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আসছে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০১৯ সালের ৪ জুলাই দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক এলাকায় (ডিএমজেড) সেই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ট্রাম্প উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন। এটি ছিল ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথমবার উত্তর কোরিয়া ভ্রমণ।

সাক্ষাৎকারে ট্রাম্প সেই স্মৃতি স্মরণ করে বলেন, “আমি তার (কিম) সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি ছিলাম। একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা চলছিল। তবে ২০২১ সালের বিতর্কিত নির্বাচন সবকিছু নষ্ট করে দিল।”

সম্প্রতি পেন্টাগন প্রথমবারের মতো উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা দেশটির জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক অবস্থান তৈরি করেছে।