চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার (২৪ জানুয়ারি) দশম কেএসআরএম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি (প্রশাসন ও অর্থ) বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম এবং কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
১৫৮ জন গলফার, নারী ও সিনিয়র ক্যাটাগরিসহ বিভিন্ন বিভাগের অংশগ্রহণে টুর্নামেন্টটি সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম। তিনি বলেন, “প্রতি বছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করি, যা আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। কেএসআরএমকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করি, তাদের সঙ্গে এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, আঞ্চলিক পর্যায়ের এ ধরনের টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।