সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বছরের প্রথম বোর্ড মিটিং আজ, আলোচনায় ঢাকার ক্লাব ক্রিকেট ও আরও বিষয়

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৫
৪:৫৫ অপরাহ্ণ

গত বছরের ২১ ডিসেম্বর সর্বশেষ বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এ বছর একটি জরুরি অনলাইন বৈঠক হলেও সরাসরি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়নি। আজ, ২৫ ডিসেম্বর (শনিবার), মিরপুর শের-ই বাংলায় বসছে বিসিবির এ বছরের প্রথম বোর্ড মিটিং। মিটিং শুরু হবে বেলা তিনটায়।

আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ঢাকার ক্লাব ক্রিকেট একটি উল্লেখযোগ্য ইস্যু। সম্প্রতি ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে সমালোচনা ও আলোচনা বাড়তে থাকায় এটি মিটিংয়ের মূল এজেন্ডায় থাকছে। গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ১৫ দলের অধিনায়ক ও ক্রিকেটাররা আলোচনা করেন। তারা মাঠে লিগ না গড়ানোর বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

এছাড়া বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে আলোচনা হবে মিটিংয়ে। বিসিবির স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টিও আলোচনার তালিকায় রয়েছে।

বোর্ড মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তগুলো দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।