সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মুলতান টেস্টের প্রথম দিনেই নোমান আলীর ঐতিহাসিক হ্যাটট্রিক

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৫
৪:৫৬ অপরাহ্ণ

মুলতান টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। নোমান পাকিস্তানের হয়ে টেস্টে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার হলেও, তার হ্যাটট্রিক আরও একটি বিশেষ কারণে স্মরণীয়। তিনি দেশের সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন।

নোমানের এই কীর্তি টেস্ট ইতিহাসেও বিরল। তার বয়স ৩৮ বছর ১১০ দিন। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করেছেন কেবল শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, যিনি ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে।

মুলতানে আজকের দিনে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়েছেন নোমান। ইনিংসের অষ্টম ওভারে বল হাতে আসার পর থেকেই ক্যারিবিয়ান শিবিরে ধস নামাতে শুরু করেন তিনি। প্রথম উইকেটটি পান তার তৃতীয় ওভার এবং ইনিংসের ১১তম ওভারে। প্রথম বলেই গালিতে ক্যাচ দিয়ে এক রানে ফেরেন জাস্টিন গ্রেভস। দ্বিতীয় বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন টেভিন ইমলাখ। আর তৃতীয় বলে গালিতে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেন সিনক্লিয়ার, যিনি গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। এই তিন উইকেটেই পূর্ণ হয় নোমানের ঐতিহাসিক হ্যাটট্রিক।

হ্যাটট্রিক ছাড়াও নোমান পুরো ইনিংসে নিয়েছেন আরও তিনটি উইকেট। ১৫.১ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন এই অভিজ্ঞ স্পিনার। তার এই অসাধারণ পারফরম্যান্সে মুলতান টেস্টের প্রথম দিনটি স্মরণীয় হয়ে থাকবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে।