চলতি জানুয়ারির প্রথম ২৫ দিনে বৈধপথে দেশে এসেছে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৪৪৭ কোটি টাকা। দৈনিক গড়ে এ মাসে রেমিট্যান্স এসেছে ৮১৮ কোটি টাকা।
রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ৩৫ কোটি ৪২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংক ৭ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলো ১২৪ কোটি ২৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলো ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। তবে এ সময় ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
এর মধ্যে সরকারি ব্যাংক বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক উল্লেখযোগ্য। বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও রেমিট্যান্স আসেনি।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১,৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১,০৮০ কোটি ডলার।
অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বর মাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স সংগ্রহ করা হয়েছে।