সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫
১৩ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

হামাসের হাতে বন্দি থাকা চার ইসরায়েলি নারী সেনা সদস্য মুক্তি পেয়েছেন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৫
৭:২৪ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে বন্দি থাকা চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার গাজার প্রাণকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে হামাসের সশস্ত্র সদস্যরা তাদের মুক্তি প্রদান করেন। এই মুক্তি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় দেওয়া হয়েছে।

হামাসের অভিজাত যোদ্ধারা গাজা শহরে চারজন নারী সৈন্যকে হস্তান্তরের সময় আধুনিক ইসরায়েলি তাভর রাইফেল বহন করছিলেন। এগুলো সম্ভবত ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের সময় জব্দ করা হয়েছিল। এই চার সৈন্যকে গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে নিয়ে আসা হয়, যেখানে তারা জনতার সামনে হাসিমুখে উপস্থিত ছিলেন।

বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে হামাস নারী সৈন্যদের মুক্তি দেয়ার পর তাদের ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এই মুক্তির ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ তুলেছে যে, হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন হয়েছে, কারণ তারা আরবেল ইয়েহুদ নামক বেসামরিক বন্দিকে মুক্তি দেয়নি। অন্যদিকে হামাস দাবি করেছে যে, ইসরায়েলই সমঝোতার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।