দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, যার ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরে যাচ্ছেন নিজ নিজ এলাকায়। তবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র ক্রমে বেরিয়ে আসছে।
গাজায় ইসরায়েলের এই বর্বর আগ্রাসনে ৩৮ হাজারেরও বেশি শিশু এতিম হয়ে গেছে এবং প্রায় ১৪ হাজার নারী বিধবা হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই আগ্রাসনে প্রায় ৩২ হাজার ১৫১ শিশু তাদের বাবা, ৪ হাজার ৪১৭ শিশু মা এবং ১ হাজার ৯১৮ শিশু উভয়কে হারিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিসংখ্যানগুলি গাজার জনগণের যন্ত্রণা ও ক্ষতির তীব্রতা প্রতিফলিত করে। তাঁরা জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জীবন পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও, গাজার ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।