সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫
১৩ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধের ঘোষণা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৫
৭:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চালকরা অনির্দিষ্টকালের জন্য তাদের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিলের পর ময়মনসিংহ রেলওয়ে চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে ১৮ জানুয়ারি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন নির্দিষ্ট ছয়টি সড়কে (জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি.কে ঘোষ রোড, দূগার্বাড়ী রোড এবং স্বদেশী বাজার) ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে অটোচালকরা ১৯ জানুয়ারি কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন।

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন জানিয়েছেন, প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে অটোচালকরা নগরীর সব সড়কে পূর্বের ন্যায় অটো চলাচলের সুযোগ চেয়ে অনির্দিষ্টকালের জন্য তাদের যান চলাচল বন্ধ রেখেছেন।