সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কিংস গ্রুপ চ্যাম্পিয়ন, হেড টু হেডে পরের পর্বে ব্রাদার্স

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২৫
৭:২২ অপরাহ্ণ

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংস আজ নিজেদের শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, হেড টু হেডে এগিয়ে থেকে কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ফেডারেশন কাপে কিংস শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও আজকের দাপুটে জয়ে নিজেদের গ্রুপ সেরার অবস্থান নিশ্চিত করে। দিনের আরেকটি ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ পুলিশের খেলা ড্র হলে ব্রাদার্স ও ফর্টিজ এফসির পয়েন্ট সমান ৭ হয়। তবে হেড টু হেডে ব্রাদার্স ১-০ গোলে ফর্টিজকে হারানোর সুবাদে পরবর্তী পর্বে জায়গা পায়। অন্যদিকে, ফর্টিজ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

‘এ’ গ্রুপের লাইনআপ চূড়ান্ত হলেও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে রহমতগঞ্জ ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচের পর। এ দুই দল এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।

ফেডারেশন কাপের নিয়ম অনুযায়ী এবার প্রথাগত সেমিফাইনাল নেই। দুই গ্রুপের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার রোড টু ফাইনালে মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ চার দলের মধ্যে লড়াই থেকে ফাইনালিস্ট নির্বাচন হবে।

আজকের ম্যাচে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্ম করে। ডিফেন্ডার হয়েও তপু বর্মণ চলতি মৌসুমে নিয়মিত গোল করছেন। আজও একটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে ১৮ মিনিটে এগিয়ে যায় কিংস। বিরতির আগে সোহেল রানা ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর আত্মঘাতী গোলে স্কোরলাইন ৩-০ হয়। ৭০ মিনিটে সোহেল রানার দ্বিতীয় গোল এবং ৭৭ মিনিটে তপুর গোল কিংসকে বড় জয় এনে দেয়।