ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন, চেক বাউন্সসহ নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুর্বার রাজশাহী। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচিত হচ্ছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি।
সবশেষ বিতর্কটি হলো স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা। জানা গেছে, রাজশাহীর ম্যানেজমেন্ট দলের ঢাকায় থাকা ক্রিকেটারদের হোটেল ছেড়ে বাসায় চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়, বরং অপশনালভাবে বলা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি পুনরায় হোটেলে ফেরার কথা থাকলেও পারিশ্রমিক পরিশোধের জন্য ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছে ম্যানেজমেন্ট।
রাজশাহীর এক ক্রিকেটার জানিয়েছেন, হোটেল ছাড়ার বিষয়ে কোনো কঠোর চাপ প্রয়োগ করা হয়নি। তবে টুর্নামেন্টের মাঝপথে এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে, ঢাকার দ্বিতীয় পর্বে থাকা অবস্থায় ওয়েস্টিন থেকে শেরাটন হোটেলে স্থান পরিবর্তন করেছিল রাজশাহী দল, যা বকেয়া বিলের কারণে করা হয়েছিল বলে গুঞ্জন রয়েছে।
পয়েন্ট তালিকায় রাজশাহী বর্তমানে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলেও ফ্র্যাঞ্চাইজিটির আর্থিক সংকট ও ব্যবস্থাপনা নিয়ে একের পর এক বিতর্ক ছড়িয়ে পড়ছে, যা দলটির মনোবলে প্রভাব ফেলতে পারে।