সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বুরুশিয়া ডর্টমুন্ডের নতুন কোচ হলেন নিকো কোভাচ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৩০, ২০২৫
৭:২১ অপরাহ্ণ

দীর্ঘ বিরতির পর কোচিংয়ে ফিরলেন নিকো কোভাচ। জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড তাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করা এই ক্রোয়াট কোচ এবার নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ডর্টমুন্ড কোভাচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। গত ২২ জানুয়ারি ক্লাবটি তুর্কি কোচ নুরি শাহিনকে ছাঁটাই করে। তার জায়গায় এবার দায়িত্ব নিলেন কোভাচ, যিনি এর আগে জার্মান ফুটবলে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন।

কোভাচ ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন। এরপর ভলফসবুর্কের দায়িত্ব নেন, কিন্তু গত বছরের মার্চে ক্লাবটি ছাড়ার পর থেকে কোচিং থেকে দূরে ছিলেন। প্রায় এক বছরের বিরতি শেষে এবার নতুনভাবে মাঠে ফিরছেন তিনি, আর তার লক্ষ্য হবে ডর্টমুন্ডকে সঠিক ছন্দে ফেরানো।

বর্তমানে বুন্দেসলিগায় ১৯ ম্যাচে ৭ জয়ে ডর্টমুন্ড পয়েন্ট তালিকার একাদশ স্থানে রয়েছে। তবে বুধবার ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ নিশ্চিত করেছে তারা। কোভাচের অধীনে দলটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারে কি না, তা সময়ই বলে দেবে।