সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাকিব ছাড়া বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৩০, ২০২৫
৭:২৭ অপরাহ্ণ

 

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক যুগেরও বেশি সময় ধরে শীর্ষে থেকে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন তিনি। এবার তাকে নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

সম্প্রতি ঘোষিত আইসিসির বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়নি। অথচ জিম্বাবুয়ের একজন ক্রিকেটার এতে সুযোগ পেয়েছেন। এ বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া বলেন, “সাকিব এখন আর দলে নেই, তাই ভবিষ্যতে বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই দেখা যাবে না। দলটার নামও আর কোথাও পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেট শুধু পতনের দিকেই যাচ্ছে। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট—কোনো ফরম্যাটেই তারা নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক।”

এর আগেও সাকিবকে প্রশংসা করে আকাশ চোপড়া বলেছিলেন, “সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডারস।”

উল্লেখ্য, জাতীয় দলে সাকিবের অধ্যায় প্রায় শেষ। তিনি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। তবে বোলিং নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তিনি স্কোয়াডে জায়গা পাননি। রাজনৈতিক বিতর্কের কারণে তার দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে।