নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।
সিরাজগঞ্জ বেলকুচি,এনায়েতপুর ও চৌহালী আসনের ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন হয়।
রবিবার (০২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, এ্যাড. সিমকী ইমাম,
মজিবর রহমান লেবু, মোগবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডাঃ এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম, কনক চাঁপা।