গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, কিছু অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হতে পারে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই।
এই অভিযানে নিউইয়র্ক, শিকাগো এবং বোস্টন শহর থেকে বিপুল সংখ্যক নথিবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে। আইসিই জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধে ধর্ষণ, শিশুদের প্রতি যৌন সহিংসতা, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় গেলে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। ২০ জানুয়ারি পুনরায় শপথ গ্রহণের পর তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে ছিল ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামে একটি নির্দেশনা।
এই নির্বাহী আদেশ কার্যকর হওয়ার পর থেকেই দেশব্যাপী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইসিই। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী বসবাস করছে। প্রশাসনের লক্ষ্য, অন্তত ১ লাখ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো।