চোট যেন পিছু ছাড়ছে না দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কুয়েটজির। সদ্য চোট কাটিয়ে ফেরা এই তারকা আবারও নতুন চোটে পড়েছেন, যার ফলে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে হলো তাকে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র দুই সপ্তাহ। তার আগে পাকিস্তানের মাটিতে ড্রেস রিহার্সাল হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ, যেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে লড়াই করবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা আজই দল ঘোষণা করেছিল। স্কোয়াডে ছিলেন কুয়েটজি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, কুঁচকির চোট নতুন করে সমস্যার সৃষ্টি করায় এই সিরিজে তার খেলা সম্ভব নয়।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানিয়েছে, কুঁচকির সমস্যার কারণে কুয়েটজির চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার দলের সঙ্গে অনুশীলনের সময় ১০ ওভার বোলিং করার পরই অস্বস্তি অনুভব করেন কুয়েটজি। চিকিৎসকরা জানিয়েছেন, ৫০ ওভারের ম্যাচের দীর্ঘ বোলিংয়ের চাপ তার চোটকে আরও গুরুতর করে তুলতে পারে। তাই তাকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।