সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ফর্ম নিয়ে প্রশ্নে উত্তাল সংবাদ সম্মেলন

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৯:২৩ পূর্বাহ্ণ

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি ফর্ম নিয়ে প্রশ্ন করায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যা নিয়ে রোহিত বেশ ক্ষুব্ধ।

আজ (বুধবার) নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এসব কী ধরনের প্রশ্ন? এটি ভিন্ন ফরম্যাট, সময়ও ভিন্ন। ক্রিকেটার হিসেবে উত্থান-পতন থাকবেই, এটা আমরা সকলেই জানি।’ তিনি আরও বলেন, ‘যা আমার ক্যারিয়ারে অনেকবার দেখেছি, তাই কিছুই নতুন নয়। প্রতিটি দিনই নতুন, প্রতিটি সিরিজই নতুন শুরুর।’

তিনি আগের ভুল বা সমস্যার দিকে না গিয়ে সামনে আসা চ্যালেঞ্জ নিয়ে মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘অতীতে কী হয়েছে সেদিকে নয়, সামনে যা আসছে তার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।’

রোহিতের মন্তব্য ছিল আগের তুলনায় বেশ আগ্রাসী। সাম্প্রতিক সময়ের তুলনায় তিনি বেশ ক্ষুব্ধ দেখা গেছেন, বিশেষ করে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করার পর। গত কয়েক মাসে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হলেও রোহিত তার দৃষ্টি এখন শুধু আসন্ন ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে।

আগামীকাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ভারত তাদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে।