সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫
৯:২৬ পূর্বাহ্ণ

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ম্যাচে লেগানেসের বিপক্ষে জয় লাভ করে ফাইনালে পৌঁছাল রিয়াল মাদ্রিদ, তবে লেগানেসের লড়াই সহজে হাল ছেড়ে দেয়নি। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও রিয়ালকে চ্যালেঞ্জ জানায় তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৯৩তম মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোল রিয়ালকে এনে দেয় দারুণ এক জয়।

রিয়াল মাদ্রিদ কোচ এবং ভক্তরা ম্যাচটি সহজ মনে করলেও, লেগানেস ২ গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরাতে সফল হয়। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে হুয়ান ক্রুসের গোলের মাধ্যমে তারা ব্যবধান কমায়। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রুসের দ্বিতীয় গোল লেগানেসকে ২-২ সমতায় নিয়ে আসে।

রিয়ালের জন্য চ্যালেঞ্জ ছিল অনেক, কারণ চোটের কারণে তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম ম্যাচে অনুপস্থিত ছিলেন, এবং প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও বেঞ্চে রাখা হয়েছিল। তবে রিয়ালের তরুণ ব্রাহিম দিয়াজ এবং রদ্রিগো আক্রমণে বেশ কিছু সুযোগ তৈরি করলেও, লেগানেসের প্রতিরোধ শক্তি ছিল শক্ত।

ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গঞ্জালো গার্সিয়া তার দারুণ হেডে রিয়ালের জয় নিশ্চিত করেন এবং কোপা দেল রে’র ফাইনালে দলকে নিয়ে যান।